ইসলাম কি শান্তির ধর্ম ??

যদি বিষয়টা এমন হয়, আপনার চারপাশে থাকা সকলের সাথে, আপনার প্রায় সকল প্রতিবেশির সাথে এবং আপনার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আপনার স্পেসিফিক আপনারই সারাক্ষন খেটরমেটর, দাঙ্গা,হামলা,ঝগ
ড়া,ফ্যাসাদ,মারা
মারি,কাটাকাটি চলতেই থাকে সেখানে প্রকৃত দোষী কাকে বলে মনে হবে অথবা সবচেয়ে দুষ্ট ব্যক্তিটি কে??
---> নিশ্চয় আপনি!
আর যদি আপনি সব সময় নিজেকে সবচেয়ে বড় আর একমাত্র বলে দাবী করতে থাকেন তবে একবার ভাবুন আপনার চেয়ে মূর্খ আর কে?
ঠিক তেমনি খেয়াল করে দেখেন, মুসলমান অর্থাৎ ইসলাম ধর্মের অনুসারীগন তাবৎ দুনিয়ার সকল ধর্মানুসারীদের সাথে দাঙ্গাহাঙ্গামায় লিপ্ত হয়ে আছে, একই সাথে নিজেদের সাথে নিজেদের কোনও মিল নেই! চরমনাই বলে দেওয়ানবাগি কাফের,দেওয়ানবাগি বলে চরমনাই ধর্মব্যবসায়ী ভন্ড, আরেক গ্রুপ বলে আটরশি করলে ঈমান যাবে,মাজারগ্রুপ মোল্লাগ্রুপেরে বলে ভন্ড কাঠমোল্লা, মসজিদের মোল্লা আর তাবলীগ গ্রুপ মাজার বিশ্বাসীদের বলে মূর্খ শিরককারি, ইহুদি খ্রিস্টানের তৈরী ট্যাব হাতে নিয়ে যৈনপুরি বলে- প্রান আরএফএলএর পণ্য ব্যাবহার করলে সে আর মুসলিম থাকল না কারন আরএফএলের মালিক কাদিয়ানী। শিয়া, সুন্নি, ওহাবি,হিজাবি,জমাতি সহ আরো কত বিভক্তি আরো কত ফ্যাসাদের সৃষ্টিকারী এই ইসলাম অনুসারীগন! আরো কত কি কত কি???? সবার সাথে গ্যাঞ্জাম আর ফ্যাসাদ। অন্যের সাথেও আবার নিজেদের ভিতরেও। তারপরেও বলে- ইসলাম ই সেরা, ইসলাম ই একমাত্র, ইসলাম ই শান্তির ধর্ম!
কিন্তু কেমনে??

No comments

Powered by Blogger.