ওদের জীবন কি জেলেই কাটবে?
কেরালায় মুসলিম জনসংখ্যা ২৪.৭ শতাংশ।
কিন্তু জেলখানায় মুসলিম কয়েদী ৩৮.৩ শতাংশ।
কিন্তু জেলখানায় মুসলিম কয়েদী ৩৮.৩ শতাংশ।
দিল্লিতে মুসলিম ১১.৭ শতাংশ
কয়েদী ২৯.১ শতাংশ।
কয়েদী ২৯.১ শতাংশ।
মহারাষ্ট্রে মুসলিম ১০.৬ শতাংশ
কয়েদী ৪০.৬ শতাংশ।
কয়েদী ৪০.৬ শতাংশ।
যেখানে যে ধর্মের মানুষ যে হারে বসবাস করছে জেলখানায়ও কয়েদীদের মধ্যে হার টা সে রকম হওয়া-ই যুক্তিযুক্ত. না হয় ২-১ % এদিক ওদিক হবে। কিন্তু উপরের তথ্য দেখে বুঝা যাচ্ছে মুসলিমরা কতটা অপরাধপ্রবন। বাংলাদেশের কথা যদি বলি সেখানে কত পার্সেন্ট হিন্দু জেলে আছে?
০. ৫০ % ও হবে কি?
০. ৫০ % ও হবে কি?
এখন অনেকে বলবেন অপরাধী অপরাধ করছে তাতে ধর্মের দায় কি। হিন্দুদের কথা বাদ দিলাম কারন তারা ধর্ম গ্রহন্থ সমুহ সেইভাবে অনুসরণ করেনা, অধিকাংশ হিন্দুর ধর্ম এখন শুধু উৎসবেই সীমাবদ্ধ হয়ে গেছে, কিন্তু ইসলামকে যারা পরিপুর্ণ জীবনবিধান বলে তাদের জীবন কি জেলখানার চার দেওয়ালে বন্ধী থেকেই কেটে যাবে?
No comments
Post a Comment