খাটি মুসলমান প্রমাণ করতে বাড়ির মেয়েদের ওদের সঙ্গে বিয়ে দিতে হবে



"ওরা বললো আমাদে বাড়ির মেয়েদের ওদের সঙ্গে বিয়ে দিতে হবে। আমার মামাতো বোন দেখতে খুব সুন্দরি ছিল। দেখলাম অনেকেরই চোখ ওর দিকে। গ্রামের লীগের প্রেসিডেন্ট মামার কাছে ওকে বিয়ে করবার প্রস্তাব দিল। মামারও না বলার কোন উপায় ছিল না। ঐ মুসলমান লোকটি তখন ষাটের ঘরে। আমার মামাতো বোন মাত্র পনেরো। আমরা সবাই মিলে অনেক পরামর্শ করবার পর ঠিক হল যে আমিই আমার মামাতো বোনকে বিয়ে করবো। সেইমত মৌলভীকে জানালাম যে ইসলাম ধর্মে মামাতো বোনকে বিয়ে করবার বিধান আছে, এবং আমরা সবাই মুসলমান হয়ে গেছি। ভাগ্যগুনে উনি রাজী হয়ে গেলেন। সাতদিন আমরা স্বামী স্ত্রীর অভিনয় করলাম। পরে মিলিটারি গিয়ে আমাদের উদ্ধার করে।"

হাজিগঞ্জ, নোয়াখালী (বর্তমান লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানায় অবস্থিত) থেকে উদ্ধার পাওয়া জনৈক ভূক্তভোগী তার করুণ অভিজ্ঞতার কথা জানিয়েছেন এইভাবে।
নোয়াখালী দাঙ্গা-১৯৪৬


সুত্র- "নোয়াখালী নোয়াখালী" -শান্তনু সিংহ

No comments

Powered by Blogger.