আল্লাহ এবং নবীজী মূর্তি পূজারীদের সঙ্গে সম্পর্কহীন

আল্লাহ এবং নবীজী মূর্তি পূজারীদের সঙ্গে সম্পর্কহীন



মদিনায় অবতীর্ণ পবিত্র কোরানের ৯/৩ নং আয়াত
(সুরা আত-তওবা)


"আল্লাহ এবং তাহার রাসুলের পক্ষ হইতে সমস্ত মানুষের প্রতি সাধারণ ঘোষণা এই যে, আল্লাহ মূর্তি পূজারীদের (মুশরিকদের) সাথে সম্পর্কহীণ এবং তাহার রাসুলও। এখন যদি তোমারা তওবা কর, তাহা হইলে তাহা তোমাদের জন্য ভাল। আর যাহারা বিমুখ হও, তাহারা খুব ভাল করিয়া বুঝিয়া লও- তোমরা আল্লাহকে দুর্বল করিতে অক্ষম। আর হে নবী, অমান্যকারীদের কঠিন আজাবের সুসংবাদ দাও।"

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অনুবাদক এম এম পিকথল এই আয়াতটি ইংরেজী অনুবাদ করেছেন এই ভাষায়--

"And a proclamation from Allah and his messenger to all men on the day of the Greater Pilgrimage that Allah is free from obligation to the idolaters, and (so is) His messenger. So, if ye repent, it will be better for you; but if ye are averse, then know that ye cannot escape Allah. Give tidings (O Muhammad) of a painful doom to those who disbelieve,'





যোগ দিন ফেইসবুক ফেইজে- facebook.com/mukh.mukhos

পরের পোষ্টের জন্য চোখ রাখুন এই সাইটে এবং পেইজে লাইক দিয়ে রাখুন। শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন

No comments

Powered by Blogger.