ভারত ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র না হিন্দু বিরোধী রাষ্ট্র ??



ইসলামের স্বরূপ-০২


এ পর্যন্ত শুনেই মেকি ধর্ম নিরপেক্ষ দূর্বুদ্ধিজীবীরা হা-হা করে উঠবেন,
তারা বলবেন ভারতের মত ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে ধর্ম নিয়ে কোন আলোচনা করা চলবেনা, কারোর ধর্ম বিশ্বাষে আঘাত দেওয়া চলবেনা।
বেশ! খুব ভাল কথা, ভারত কি রকম ধর্ম নিরপেক্ষ দেশ সেটাই তবে একবার দেখা যাক।
একটা দেশ ধর্মের ভিত্তিতে দুই ভাগ হয়েছে।
মুসলমানদের জন্য পৃথক আইন করে তাদের একি সঙ্গে চারটি স্ত্রী রাখার এবং যখন তখন তালাক দেবার অধিকার দেওয়া হয়েছে।
মুসলমানদের জন্য প্ৃথক শিক্ষা ব্যবস্থা অর্থাৎ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা মেনে নেওয়া হয়েছে।
মুসলমানদের জমিজমা বিক্রি সংক্রান্ত আলাদা আইন করে তাদের বিশেষ সুবিধা ও সংরক্ষণ দেওয়া হয়েছে।
ধর্মীয় সংখ্যালগুদের স্বার্থরক্ষার জন্য বিশেষ মন্ত্রক এবং সংখ্যালগু সেল তৈরী করা হয়েছে।
রাষ্ট্রপতি দুজন সংখ্যালগুকে রাজ্যসভায় ইচ্ছমত মনোনয়ন দিতে পারেন, এবং দিয়ে থাকেন।
হিন্দুদের তীর্থকর দিতে হয়,তাদের মন্দিরগুলোকে আয়কর দিতে হয়, আর মুসলমানেরা হজে তীর্থ করতে যাবার জন্য কেন্ত্রীয় সরকারের কাছে ভূর্তকী পান, মসজিদকে এক পয়সাও আয়কর দিতে হয়না।
আবার এখন মুসলমানদের জন্য চাকুরী এবং সংসদে আসন সংরক্ষন করার কথাও ভাবা হচ্ছে।
পৃথিবীর অনেক ইসলামীক রাষ্ট্রেও মুসলমানরা বহু বিবাহ করতে পারেনা।

সুতরাং ভারত ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র না হিন্দু বিরোধী রাষ্ট্র না আধা ইসলামী রাষ্ট্র তা আপনারাই বিচার করুন।

যেখানে ধর্মকে ঘিরেই একটা রাষ্ট্রে সমস্ত আইন ও কর্মকাণ্ড এবং রাজনীতি আবর্তিত হচ্ছে তাহলে সেই দেশে ভিবিন্ন ধর্মের আলোচনা সমালোচনা করা যাবেনা কেন ?
কেউ যদি বলে আমার ধর্মই হল অন্য ধর্মের মানুষকে হত্যা করা, তাদের সম্পত্তি লুণ্ঠন করা, এবং অন্য ধর্মের নারীদের জোর করে ধর্ষণ করা তাহলেও কি সেই ধর্মের সমালচনা করা যাবেনা ?
সেই মতবাদকে একটা ধর্ম বলে স্বীকৃতি দিতে হবে ?

কেন ?
কিসের ভয়ে ?
সাম্প্রদায়ীক উত্তেজনা স্ৃষ্টি হবে সেই ভয়ে ?
মাথার দাম ধরবে সেই ভয়ে ?

কিন্তু সত্য চৌদ্দ'শ বছর চাপা থাকলেও একদিন তা নিজেকে প্রকাশ করবেই।
সেই সত্য যখন হাজার-হাজার লক্ষ-লক্ষ কণ্ঠ থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ধ্বনীত হবে তখন কটা খোমেইনি কয়জনের মাথার দাম ধরবে?
কটা লাদেন কয় জায়গায় বিস্পোরণ ঘটিয়ে সত্যকে চাপা দিবে ?

এরপর

ইসলামের স্বরূপ-০৩


 শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন 
Powered by Blogger.